05/07/2025 চট্টগ্রামে মৃত্যুহীন দিনে ৩ জন করোনা শনাক্ত
amaderodhikarpatra@gmail.com
১৩ ডিসেম্বর ২০২১ ১০:৪৭
চট্টগ্রাম, ১২ ডিসেম্বর, ২০২১ : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৩ জনই মহানগরের বাসিন্দা। তবে, চট্টগ্রামে আজ করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৬টি ল্যাবে ১ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ২১ শতাংশ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৬০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১৪০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।