05/10/2025 রাজধানীতে দুই শিশু সন্তানের মুখ বেঁধে মাকে কুপিয়ে হত্যা
২৭ মার্চ ২০২২ ০৯:১১
রাজধানীর সবুজবাগের একটি বাসায় দুই সন্তানের মুখ বেঁধে রেখে তাদের মা মুক্তা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় পুলিশ সবুজবাগের বেগুনবাড়ী মাস্টার গলি এলাকার একটি বাসা থেকে মুক্তার মরদেহ উদ্ধার করে।
সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মুক্তার বড় সন্তানের বয়স ৫ থেকে ৬ বছর। ছোট সন্তানের বয়স দেড় বছর। মুক্তার গ্রামের বাড়ি রংপুর। তার পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। তারা ঢাকায় আসছেন।
আজগর আলী বলেন, ‘আমরা ধারণা করছি দুপুরের পরে কোনো এক সময় দুর্বৃত্তরা এসে মুক্তাকে কুপিয়ে হত্যা করে রেখে গেছে। এ সময় মুক্তার দুই বাচ্চার মুখ বেঁধে রেখে গেছিল। তার পিঠে ও গলায় জখমের দাগ দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি ছুরি দিয়ে তাকে কোপানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মুক্তার স্বামী ফরিদপুরে চাকরি করেন। তিনি ফরিদপুরেই থাকেন। মুক্তা দুই সন্তান নিয়ে এখানে থাকতেন। মুক্তার মরদেহ এখনো তার বাসায়।’
আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে বলেও জানান তিনি।