07/02/2025 বিপাকে পড়ে ফসল কেটে নিচ্ছেন হাওরের কৃষকরা
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২২ ০১:১৬
ভারতের মেঘালয়ে বৃষ্টি হওয়ায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে ফলে পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরে বাড়ছে পানি। গত ২৪ ঘণ্টায় হাওরের সবকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে করে বিপাকে পড়েছে হাওর অঞ্চলের কৃষকরা। আর কৃষকদের এমন বিপর্যয়ে মাইকিং করে কৃষকদের দ্রুত ফসল কেটে নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কালনী-কুশিয়ারা নদী পানি ৫৩ সেন্টিমিটার, ধনু নদীর পানি ১৬ সেন্টিমিটার, মেঘনা নদীর পানি ৯ সেন্টিমিটার ও বৌলাই নদীর পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। বৌলাই নদীর পানি কালিয়াজুড়ি পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এমন পরিস্থিতিতে ধান কাটায় ব্যস্ত হাওরের হাজার হাজার কৃষক । পানি বাড়তে থাকায় দ্বিতীয় দফায় ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কাঁচা-পাকা ধান কেটে ফেলছেন তারা। তাছাড়া দ্রুত ধান কেটে ফেলতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলম জানান, পানি বাড়তে থাকায় কৃষকদের ধান ৭০ ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। ধান কাটার জন্য পর্যাপ্ত কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন দেওয়া হয়েছে। এরমধ্যে হাওরের ৩০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। সপ্তাহ খানেক সময় পেলে সব ধান কেটে ফেলা যাবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, ধনু নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করায় আগাম বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।