05/11/2025 বার্সা সমর্থকদের জন্য সুখবর
Salauddin khan
১৪ আগস্ট ২০২২ ০৮:৪২
নতুন মৌসুম বরণ করার তোড়জোড় চলছে লা লিগায়। একদিন আগেই শুরু হয়েছে স্প্যানিশ লিগ। যাত্রা শুরুর দিন ছিল না লিগ চাম্পিয়ন রিয়াল মাদ্রিদ কিংবা জায়ান্ট বার্সেলোনার কোন ম্যাচ। ২০২২-২৩ মৌসুমে বাজিমাতের প্রত্যয় দলগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জমজমাট কর্মযজ্ঞ।
দ্বিতীয় দিন নতুনের জয় গানে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। প্রতিপক্ষ রায়ো ভাইয়েকানো গেল বেশ কয়েক বছর ধরে কাতালান ক্লাবটিতে আর্থিক মন্দা ডানা বাঁধলেও অর্থের অভাব কারণ হতে পারে নেই কোন পিছুটানের। প্রথম ম্যাচে সাবধানী শুরু করার লক্ষ্যে দলের নতুন খেলোয়াড়দের নিবন্ধন শর্তে ব্যস্ত সময় পার করছে স্প্যানিশ জায়ান্টরা। তবে সব প্রতিবন্ধকতা একপাশে রেখে দল গোছাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাভি। দলে এনেছেন পলিশ গোলমেশিন রবেরট লেওয়ান্ডোস্কি মতো সেরা তারকাদের এবার সর্বোচ্চ সাফল্যের চোখ স্প্যানিশ বসের।
বার্সেলোনার কোচ জাভি হারনান্দেজ জনান, আমি মনে করি আমরা খুব ভালো খেলোয়ারদের দলে এনেছি। আমাদের একটি ভালো দল আছে আমি এখন বলতেই পারি আমাদের দল বিশ্বের সেরা দল। পিছে খেলা ও ভালো রেজাল্টের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে সেটা। আর লেওয়ান্ডোস্কি যে গতি নিয়ে দলে এসেছে তাতে মনে হয়েছে তিনি জয়ের জন্য ক্ষুধার্থ।
এদিকে নতুন মৌসুমী ইতোমধ্যে দুবার মাঠে নেমেছে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসসি। লিগ ওয়ানের হয়ে দ্বিতীয়বার হোম ভেন্যুতে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ফরাসি জায়ান্টরা। গেল মৌসুমের ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নরা দাপিয়ে ফুটবল খেললেও ক্লাবের শ্রেষ্ঠতের দাবিদার হতে পারেনি তবে এ নতুন মৌসুমে নতুন কোচের অধীনে নতুন স্বপ্ন নিয়ে লিগ ওয়ান ও অধরা চ্যাম্পিয়নস লিগের জয়ের আশা মেসি-এমবাপ্পেদের।