05/06/2025 গাজীপুরে ৯৪টি স্পটে আগামীকাল থেকে ওএমএস'র চাল ও আটা বিক্রি শুরু হচ্ছে
odhikarpatra
১ সেপ্টেম্বর ২০২২ ০৯:১৫
বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আনিসুর রহমান এই তথ্য জানিয়েছেন।
এতে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন পারভিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুল আলম খান ও জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, গাজীপুর মহানগরে ৪০টি, কালিয়াকৈর উপজেলায় ২০টি, শ্রীপুরে ২০টি, কাপাসিয়া উপজেলায় ২টি, কালীগঞ্জে ১২টি কেন্দ্রে প্রতিদিন ১৮৮টন চাল ও ২৭দশমিক ৫০০ টন আটা বিক্রি করা হবে।
তিনি জানান,এবার প্রত্যেক ডিলারকে দৈনিক ২টন চাল ও ২টন আটা বিক্রির জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ডিলাররা মাথা পিছু ৫ কেজি চাল এবং ৩ কেজি আটা ভোক্তাদের কাছে মাসে দুইবার বিক্রি করবে। চাল প্রতি কেজি ৩০টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি করতে হবে। প্রতিমাসে ২২ কার্যদিবসে ৯৪জন ডিলার গাজীপুরের ৯৪টি স্পটে এসব চাল ও আটা বিক্রি করবে বলে জানান তিনি।
এছাড়া টিসিবি’র কার্ডধারীরাও তাদের কার্ড দিয়ে ১০ কেজি করে মাসে দুইবার ৩০টাকা দরের চাল কিনতে পারবেন