05/15/2025 কুমিল্লার ১৮ স্বেচ্ছাসেবী সংস্থাকে ৭ লাখ টাকার অনুদানের চেক প্রদান
odhikarpatra
২১ সেপ্টেম্বর ২০২২ ০৯:১৩
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন কর্মকর্তা হেলেনা নূর, শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন, আব্দুল মান্নান, নিগার সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাহাউদ্দীন বাহার এমপি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায় যাদের জমি ঘর কিছুই নাই তাদের ঘর দিচ্ছেন। সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। এমপি বাহার আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে সমাজ সেবা কার্যালয়ের যে কোন কাজে অগ্রাধিকার দিয়ে থাকি। কারো বিলম্বের কারণে একটা ক্যান্সার রোগীর জীবনও বিপন্ন হতে পারে তাই অসহায়দের জন্য বরাদ্দ সমাজ সেবা কার্যালয়ের সকল কর্মসূচি বাস্বতবায়নে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।