05/15/2025 চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু
odhikarpatra
২৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪৩
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নগরীর পাহাড়তলীর বাসিন্দা শিউলি রানী (৪০) ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকহা) ভর্তি হন। ২১ সেপ্টেম্বর প্যাথলজিক্যাল টেস্টে তার ডেঙ্গু শনাক্ত হয়। রাতে তার মৃত্যু হয়। একই এলাকার খুরশিদা বেগম নামে ৭০ বছর বয়সী অপর এক নারীকে অসুস্থ অবস্থায় ১৬ সেপ্টেম্বর চমেকহা’য় ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার এ রোগীর মৃত্যু হয়। আজ প্রাপ্ত রিপোর্টে দেখা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আরেক রোগী মোগলটুলী বাইলেইনের নুরুল ইসলাম সওদাগর বাড়ির দিলআরা বেগম রেশমী (৫০)। ১৪ সেপ্টেম্বর তাকে নগরীর বেসরকারি এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে গতকাল তার মৃত্যু হয়। আজ প্রাপ্ত রিপোর্টে তিনি ডেঙ্গু আক্রান্ত বলে জানানো হয়।
চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হলো। এর আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চমেক হাসপাতালে আরো এক রোগীর মৃত্যু হয়।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা চারশ’ ছাড়িয়েছে।