05/15/2025 দাদা-নাতি সড়ক দুূর্ঘটনায় নিহত জয়পুরহাটে
odhikarpatra
২৫ সেপ্টেম্বর ২০২২ ০৮:১৬
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, মৃতরা হচ্ছে কালাই উপজেলার পুনট শিকটা উত্তরপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫৫) দাদা ও নাতি হচ্ছেন একই গ্রামের মাহমুদুল হোসেনের ছেলে সাকিব হোসেন (৫)। বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাট এলাকায় নাতনির বাড়িতে বেড়ানো শেষে চার্জার অটো ভ্যান যোগে কালাই উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন দাদা-নাতি। এ সময় কালাই- পাঁচশিরা সড়কের মহিরোম এলাকায় বিপরীত দিক থেকে আসা আলু বোঝই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে দাদা-নাতি ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়। দুূর্ঘটনায় দাদার মাথা ট্রাকের চাকায় থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই দাদা ও নাতির মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, ওই দূর্ঘটনায় গুরুতর আহত ভ্যান চালকসহ অপর দুই যাত্রীকে কালাই উপজেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা । এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে যান । ওসি এস এম মঈনুদ্দিন বলেন, আহতরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে ।জেলা আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে দাদা নাতির মরদেহ শনিবার সকালে পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। স’ানীয় পুনট ইউনিয়ন পরিষদ সদস্য মোর্শেদুল জানান, দাদা- নাতি নিহতের ঘটনায় এলাকায় শোকের ছাযা নেমে এসেছে।