05/05/2025 বর্ণাঢ্য আয়োজনে চট্রগ্রামে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
odhikarpatra
২৮ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫১
চট্টগ্রামের হোটেল সৈকত ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ আয়োজনে, বর্ণাঢ্য র্যালি, চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন, মুক্তবুদ্ধি চর্চার পর্যটনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় আজ সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালি হোটেল সৈকত থেকে শুরু হয়। র্যালিটি রেল স্টেশন ও নিউমার্কেট হয়ে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এতে চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধিবৃন্দ, আবাসিক হোটেল মালিক সমিতি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিদেশি পর্যটক প্রেমিক, সংবাদ মাধ্যম কর্মীসহ সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এরপর ‘পর্যটনে নতুন ভাবনা’-শীর্ষক এক আলোচনা সভা হোটেল সৈকতের পার্ক কনভেনশন হলে ম্যানেজার মোহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে ও প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু)-এর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহসভাপতি ও প্রজন্ম চট্টগ্রাম’র সহ-সভাপতি এসএম শফিউল হক বাদল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো. জাবেদ আবছার চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির উপদেষ্টা সালেহ আহমেদ সুলেমান।
এ সময় প্রতিপাদ্য সম্পর্কিত ‘হানি ট্যুরিজম’র চিত্র প্রদর্শনী করেন আলওয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম-এর সৈয়দ মোহাম্মদ মইনুল আনোয়ার।
এদিকে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ওয়েল পার্ক রেসিডেন্সের আয়োজনে আজ সকালে বর্ণাঢ্য র্যালি জিইসি মোড় ঘুরে পুনরায় ওয়েল পার্কের সামনে এসে শেষ হয়। র্যালিশেষে ওয়েল পার্কের নবম তলায় সোনার বাংলা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম।
ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এমএ মনছুরের সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রানা মজুমদার, মামুন আল রশিদ, মোহাম্মদ আবু কাইয়ুম, আবদুল মাবুদ, রিজুয়ানুল হক, খোরশেদ আলম, তানজির আমীর, মোহাম্মদ এমরান প্রমুখ।