05/15/2025 বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত ।
odhikar patra
১৬ অক্টোবর ২০২২ ০৯:১৮
নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দেশ ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে পদ্মা উত্তর থানার সামনে ঢাকামুখী সড়কে ঘটে এই দুর্ঘটনা। নিহত ভ্যানচালক মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামের ফয়জুল ইসলাম এর ছেলে আজিজুল ইসলাম (৪০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ভ্যানচালক তার ভ্যান গাড়িটি রেখে রাস্তা পারাপার হতে গেলে একটি দ্রুত গতির বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালক মারা যায়। পরবর্তীতে তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। ঘাতক বাসটি যাত্রীরা বাসচালককে গাড়ি থামাতে বললে চালক গাড়ি থামিয়ে রেখেই সটকে পড়ে। পুলিশ গাড়িটিও তাদের হেফাজতে নিয়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভেন চালকে উদ্ধার করে ষোলঘর হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ থানায় নিয়ে আসা হয়। ঘটনার সাথে সম্পৃক্ত দেশ ট্রাভেলস একটি বাস আটক রয়েছে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।