05/06/2025 ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২২০ জন
odhikarpatra
১৪ ডিসেম্বর ২০২২ ০৫:৩২
আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ১০৮ জন এবং ঢাকার বাইরে ১১২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯৯৪ জন এবং ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৮০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৪৮০ জন।
১ জানুয়ারী থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগী ৬০ হাজার ৭৪২ জন এবং ঢাকায় মোট ভর্তি রোগী ৩৮ হাজার ৩৩১ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ২২ হাজার ৪১১ জন।
এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৫৯ হাজার ৪৮১ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৬৫২ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৮২৯ জন।