05/06/2025 গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন
odhikarpatra
১৭ ডিসেম্বর ২০২২ ০৯:৩৮
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২২ : গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন। এরমধ্যে ঢাকায় ২৮ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ২১ জন ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৫১ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২২৩ জন রোগী। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫৫৪ এবং ঢাকার বাইরে ২২ হাজার ৫৮৪ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৬৯ জন মারা গেছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৯৩৮ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ১৫৭ জন।