05/06/2025 ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫ জন
odhikarpatra
১৮ ডিসেম্বর ২০২২ ০৫:৩৮
ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২২ : গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন ভর্তি রোগী ১২৫ জন।
আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৬৮ জন এবং ঢাকার বাইরে ৫৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৭৪৮ জন এবং ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪০৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৩৪৩ জন।
১ জানুয়ারী থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগী ৬১ হাজার ২৬৩ জন এবং ঢাকায় মোট ভর্তি রোগী ৩৮ হাজার ৬২২ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ২২ হাজার ৬৪১ জন।
এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৬০ হাজার ২৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫০ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ১৯৪ জন