05/15/2025 রংপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ জন নিহত
odhikarpatra
২০ ডিসেম্বর ২০২২ ১০:৫৭
তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আনিস জানান, নিহতরা হলেন- সাহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লাহ (৪৫)।
সন্ধ্যা ৬টার দিকে তারাগঞ্জ উপজেলার নেংটি চিড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
ওসি জানান, অটোরিকশাটি ছয়জন যাত্রী নিয়ে তারাগঞ্জ থেকে সৈয়দপুর যাচ্ছিল। একটি অ্যাম্বুলেন্স নেংটিচিরা ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
পরে অপর পাশ থেকে আসা ট্রাকটি তার ওপর দিয়ে দ্রুত পালিয়ে যায় এবং এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত ও দুইজন আহত হয়।
আহতদের মধ্যে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।