05/14/2025 বঙ্গবন্ধু পরিষদের টুঙ্গিপাড়ায় কম্বল বিতরণ উদ্বোধন
odhikarpatra
১৮ জানুয়ারী ২০২৩ ০৭:৫৬
সংক্ষিপ্ত বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক বলেন, দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন অনুসরণ করতে হবে। জাতির পিতার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল উল্লেখ করে তিনি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি) প্রধান পৃষ্ঠপোষক ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ফারুক, বিএপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শামসুদ্দিন ইলিয়াস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডাঃ শেখ আবদুল্লাহ আল মামুন এবং সমাজসেবী মতিউর রহমান লাল্টু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।
এর আগে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান অধ্যাপক আরেফিন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন।
পরে অধ্যাপক আরেফিন জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।