05/14/2025 বাসের ধাক্কায় বরগুনায় মাছ বিক্রেতা নিহত
odhikarpatra
২৭ জানুয়ারী ২০২৩ ০৮:১৭
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটার চরদুয়ানি থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি বাসটি মাছ বিক্রেতাকে বহনকারী মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আবুল কালামের মৃত্যু হয়। আহত মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে।
মঠবাড়িয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জামান তালুকদার জানান, আবুল কালাম নামে এক মাছ বিক্রেতার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসচালক ও সহযোগী পালিয়ে গেছে। সকালের অতিরিক্ত কুয়াশার কারণে এ ঘটনা ঘটতে পারে।