05/14/2025 ছেলের মোটরসাইকেল চড়ে বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় মায়ের মৃত্যু
odhikarpatra
২৮ জানুয়ারী ২০২৩ ১২:৫০
জানা গেছে, নিহত সারদা বালা (৬০) দিনাজপুর সদর উপজেলার দাইনুর গ্রামের মৃত নিরঞ্জন রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই নারী তার ছেলের মোটরসাইকেলের পিছনে চড়ে বাড়ির দিকে যাচ্ছিল। দিনাজপুর শহরের মহারাজা মোড়ে মোটরসাইকেলটি আসার সময় পেছন থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এসময় পিছনে থাকা একটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
একাত্তর টিভি