05/14/2025 সিরাজদিখানে খাল পুন:খনন কাজের উদ্বোধন
মো. আহসানুল ইসলাম আমিন
২ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫৩
সিরাজদিখান, (চিত্রকোট)১ফেব্রুয়ারি ২০২৩ :বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় মুন্সিঞ্জের সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নে কালশুর খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নির্বাহী প্রকৌলশী ( বিএডিসি) প্রকৌলশী হুসাইন মোহাম্মদ খালিদুজ্জামান এর সভাপতিত্বে ১.৬ কিলোমিটার দৈর্ঘ্য কালশুর খাল পুন:খনন কাজের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত প্রধান প্রকৌলশী (ক্ষুদ্রসেচ) বিএডিসি,ঢাকা, প্রকৌলশী শিবেন্দ্র নারায়ণ গোপ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন প্রকল্প পরিচালক, বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) প্রকৌলশী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম , চিত্রকোট ইউপি চেয়ারম্যান মো.শামসুল হুদা (বাবুল)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রকৌলশী (ক্ষুদ্রসেচ) বিএডিসি মুন্সিগঞ্জ জোন অজয় কুমার রায়। এসময় উপস্থিথ ছিলেন খাল খনন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এ.ওয়াদুদ ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ।
প্রকল্প পরিচালক প্রকৌলশী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম জানান, ১.৬ কিলোমিটার দৈর্ঘ্য কালশুর খাল পুন:খনেরন জন্যে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা । আগামী একমাসের মধ্যে খালটি পুন:খনন কাজ সম্পুর্ণ হবে। তিনি জানান, এই খাল খননের ফলে প্রায়ই ১হাজার বিঘা জমি এক ফসলী থেকে দুই ফসলী জমিতে রূপান্তরিত হবে। বর্ষাকালে খালটি জলাবদ্ধতা হয়ে থাকতো। খননের ফলে বর্ষায় জমে থাকা পানি এই খাল দিয়ে নদীতে নেমে যাবে। এবং এইখানে কৃষকরা রবি শস্য চাষাবাদ করতে পারবে। রবি শস্য চাষাবাদের পরে আবার বোরো ধান চাষ করতে পারবেন কৃষকরা। এছাড়াও এই খালের আশেপাশে বিএডিসি থেকে সেচ কাজের জন্যে, চিত্রকোট ইউনিয়নে পাচটি স্কিমে ৫টা পাম্প মেশিন দেয়া আছে। এই ৫টা পাম্প মেশিন দ্বারা পুরো এলাকা সেচের আওতায় আছে বলেও তিনি জানান ।