05/14/2025 সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটে ২ নারীসহ নিহত ৫
odhikarpatra
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩০
জয়পুরহাট, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ : জেলার ক্ষেতলাল উপজেলার মালিগ্রাম নামক স্থানে আজ সোমবার সকালে সিএন্ডজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২নারীসহ ৫ জন নিহত হয়েছেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান ,মৃতরা হচ্ছেন সিএন্ডজি চালক আমজাদ হোসেন (৫১), সিএন্ডজি যাত্রী নাফিজ (২৩), সিরাজুল ইসলাম (৬০), শাহনাজ বেগম (৪৫) ও শাহিনুর বেগম (৩৮)। এ দুর্ঘটনায় ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিএন্ডজি যাত্রী লায়লা নাসরিন জাহান লাভলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় মালিগ্রামের ছানোয়ার হোসেন ও আজাদুল ইসলাম জানান, সিএন্ডজি জয়পুরহাট থেকে ক্ষেতলালের দিকে যাওয়ার সময় এবং ট্রাক ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে আসার সময় মুখোমুখি এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান শাহিনুর বেগম ও সিএন্ডজি চালক আমজাদ হোসেন। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরে মারা যান নাফিজ ও সিরাজুল ইসলাম মারা যান এবং গুরতর আহত অবস্থায় শাহনাজ বেগম ও লায়লা নাসরিন জাহান লাভলী কে জেলা আধুনিক হাসপাতালে ভর্তির পর মারা যান শাহনাজ বেগম বলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: শহিদ হোসেন জানান। ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান লাভলী কে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে বলেও জানান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা আধুনিক হাসাপতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বলে জানান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।