05/12/2025 মাওয়া রিসোর্টে অসামাজিক কার্যকলাপ ও উচ্চ শব্দে গান বন্ধের দাবিতে প্রতিবাদ সভা
আহসানুল ইসলাম আমিন
১১ মার্চ ২০২৩ ১০:২৭
মো. হামিদুল ইসলাম লিংকন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা-সেতুর কোল ঘেষা মাওয়া রিসোর্টে অসামাজিক কার্যকলাপ ও উচ্চ শব্দে গান বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০মার্চ) বিকেল ৫টায় উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাটর এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ তলায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় পার্টি নেতা, বিভিন্ন মসজিদের ইমামসহ এলাকার সুশীল সমাজের ৫ শতাধিক মানুষ। সভায় বক্তারা বলেন, মাওয়া রিসোর্টের আশপাশে ৯টি মসজিদ, ১টি প্রাথমিক বিদ্যালয়, ২টি কিন্ডারগার্টেন, ১টি কবস্থান, ২টি মাদরাসা ও ১টি বাজার আছে কিন্তু রিসোর্টে সারাক্ষণ উচ্চশব্দে গান বাজানোর কারনে বাচ্চাদের পড়াশোনা নষ্টের পাশাপাশি রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চালানোর সুযোগ করে দেওয়ায় এলাকার কোমলমতি শিক্ষার্থীরাও নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ মারা গেলে কবস্থানে মাটি দিতে নিয়ে গেলেও তারা উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করেনা তাদের বন্ধ করার জন্য অনুরোধ করা হলেও তা বন্ধ করা হয় না।
এছাড়া সকাল থেকে রাত পর্যন্ত উচ্চশব্দে গান বাজানোর কারনে আশেপাশে বাড়ি ঘরের শিশু ও বৃদ্ধসহ পরিবারের লোকজন অসুস্থ হয়ে পরছে। এই আবাসিক ঘনবসতিপূর্ণ এলাকায় থাকে অসামাজিক কার্যকলাপ ও উচ্চ শব্দের গান বাজনা বন্ধের দাবিতে দল মত নির্বিশেষে প্রতিবাদ জানান।
সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কে এম জাহাঙ্গীর আলম মোহন, লৌহজং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সুমন, মেদিনী মন্ডল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান অরুণ, মাঝারুল ইসলাম তুহিন ঢালী, উপজেলা জাতীয় পার্টি নেতা দীন ইসলাম, আওয়ামীলীগ নেতা আল ফারুক, দক্ষিণ মেদেনি মন্ডল কেন্দ্রীয় মসজিদের ইমাম হাজী আব্দুল্লাহ আল মামুন, মাহামুদ পট্টি বাইতুস ছালা জামে মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন খান, মেদেনি মন্ডল ইউনিয়ন ইউপি সদস্য হাসেম খান, যুবলীগ নেতা শামিম আহমেদ, বাবু শিকদার, পিন্টু তালুকদার প্রমুখ।#