05/11/2025 ভোটের হাওয়া বইতে শুরু করেছে ঢাকা-৫ আসনে
আহসানুল ইসলাম আমিন
১২ মার্চ ২০২৩ ০২:১৫
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণার পরে থেকে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আওয়ামী লীগ টানা ৪ র্থবারের মতো সরকার গঠন করতে চায়। দলটি ইতিমধ্যে তাদের নির্বাচনী প্রচারণাও শুরু করেছে। অপরদিকে সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনে মাঠে আছে বিএনপি। আর পারিবারিক কলহের মধ্যদিয়ে গেলেও ভোটের বিষয়ে চোখ-কান খোলা জাতীয় পার্টির প্রার্থীদের। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২০টি আসন ঢাকায়। যার মধ্যে ১৮ টিতে সরকার দলীয় সংসদ সদস্য। দুটি আসন মহাজোটকে ছাড়া হয়েছে। সংসদের ৩০০ আসনের মধ্যে ঢাকা-৫ জাতীয় সংসদের ১৭৮নং আসন। যা ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া এলাকা নিয়ে গঠিত। ২০০৮ সালে সীমানা নির্ধারণের পর আসনটি আওয়ামী লীগের দখলে আসে। এর আগে আওয়ামী লীগ ও বিএনপি দুইবার পালাক্রমে আসনটির দায়িত্বে ছিল।
২০০৮ সালে হাবিবুর রহমান মোল্লা আসনটির সংসদ সদস্য নির্বাচিত হয়। টানা তিনবার আসটির সংসদ সদস্য ছিলেন তিনি। তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে মারা যান তিনি। পরে উপনির্বাচনে তার স্থলাভিষিক্ত হন কাজী মনিরুল ইসলাম মনু।
তার মতে, আসনটির দায়িত্ব পাওয়ার পর নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন তিনি। উন্নয়নের পাশাপাশি অনেক ক্ষেত্রেই নিয়ে এসেছেন পরিবর্তন।
কাজী মনিরুল ইসলাম মনু জানান, দুই বছর চলে গেল, এখনও এক বছর আছে। করোনার মধ্যে যতটা সম্ভব চেষ্টা করেছি। স্কুলগুলোকে দৃষ্টিনন্দন করার জন্য কাজ করেছি। এক্ষেত্রে আমরা অনেকটাই সফল। যাত্রাবাড়ীর ভিতরে যে রাস্তা আছে সেখানে অনেক উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ আরও হবে, মাননীয় মেয়র সাহেব তিনি সুদৃষ্টি রাখছেন। অল্প সময়ের মধ্যেই হবে। সমস্যা সমাধান করতে না পেরে সংসদ সদস্য বললেন, অচিরেই বোধহয় মানুষ বোতলজাত সিলিন্ডার ব্যবহার করবে। সংসদ সদস্য বলেন, মাদক কমে গেছে, এলাকার মধ্যে মাদক নেই। ভূমিদস্যু কমেছে।
সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল ২০টি। অর্থাৎ এটা স্পষ্ট যে, আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অনেকেই। ১৯ জনকে পেছনে ফেলে নৌকা পেয়ে সংসদ সদস্য হন কাজী মনিরুল ইসলাম মনু। ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগ,যুবলীগ, ছাএলীগ সহ বিভিন্ন নেতাকর্মীদের সাথে এবং এলাকাবাসীর কাছে আসনটির রাজনৈতিক অবস্থা জানতে চাইলে তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলেন, ঢাকা-৫ আওয়ামী লীগের আসন। এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন শক্তিশালী। মাননীয় প্রধানমন্ত্রী এখানে নৌকা প্রতীক দিয়ে যাকে দেবেন, তিনিই বিজয়ী হবেন।
স্থানীয় অনেকে বলছেন, এবার এ আসনে নতুন মুখ দেখা যেতে পারে। আগামী নির্বাচনকে ঘিরে এখনই আলোচনা চলছে ঢাকা-৫ আসনে। বর্তমান সংসদ সদস্য ছাড়াও আসনটিতে আওয়ামী লীগের আরও কয়েকজন প্রার্থী আছেন তাদের মধ্যে অন্যতম যাত্রাবাাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না,
নির্বাচনী তাড়িখ ঘোষণার দিন নির্বাচনী (প্রচার) মিছিল করে এলাকা বাসিকে জানান দেন প্রতি নির্বাচনের শক্ত প্রার্থী যাত্রাবাড়ি থানার সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না। নির্বাচনের তারিখ যেদিন ঘোষণা করা হয় তিনি সেদিন তার কর্মী এবং এলাকার লোকজন নিয়ে ব্যাপক শোডাউন সহ মিছিল করে তার কাছে নির্বাচনী প্রার্থীতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন এ-ই এলাকার জন সাধারণ কে নিয়ে বিগত ৩০ বছর যাবৎ কাজ করে আসছি, জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে তাকেই পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো তবে এবার নেত্রী তাকেই মূল্যায়ন করবেন বলে তার এবং কর্মীদের বিশ্বাস।
গত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় ছিলেন
নেহরীন মোস্তফা দিশি, তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য। পাশাপাশি বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়ও তিনি। গত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দিশিও ছিলেন অন্যতম একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী ক্ষমতায়ন এবং বৈশম্য দুরি করনের জন্য দিশি ই হতে পারেন আগামী নির্বাচনে ঢাকা ০৫ এর একজন যোগ্য প্রার্থী।
তাছাড়া সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্থানীয়ভাবে সুপরিচিত ও প্রভাবশালী এই নেতা আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।
এদিকে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ যতটা শক্তিশালী ততটাই দুর্বল ধরা হয় বিএনপিকে। আসনটিতে জাতীয়তাবাদী দলের তেমন কোনো জাতীয় নেতা নেই। থানার নেতাদের হাত ধরেই চলছে তাদের সাংগঠনিক কার্যক্রম। তবে স্থানীয়দের অনেকেই মনে করেন, দলের সবুজ সংকেত পেলে নবীউল্লাহ নবী হতে পারেন ঢাকা-৫ আসনে ধানের শীষের প্রার্থী৷ অনেকের ধারণা ফেয়ার নির্বাচন হলে আওয়ামী লীগের কোন্দলের সুযোগ নিয়ে নবী উল্লাহ নবী ঢাকা ০৫ এর সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েও যেতে পারে তাই আওয়ামী লীগের মনোনয়ন যেই পাবে তার জন্য সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।