05/12/2025 সাভারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
আহসানুল ইসলাম আমিন
১৪ মার্চ ২০২৩ ০০:১৫
আবুল কালাম আজাদ :
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি– এই স্লোগান সামনে রেখে সাভারে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ভরারী বটতলায় এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১৩ মার্চ ) বিকেলে ৪ টায় উপজেলার ৪ নং ওয়ার্ড় এলাকায় পুলিশিংয়ের সচেতনতামূলক আলোচনা সভায় চামড়া শিল্প নগরীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা। আলোচনা ও মতবিনিময় সভায় সাধারণ জনগণ তাদের এলাকার চলমান সমস্যা গুলো তুলে ধরেন ।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারী,উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ূব মেম্বার, শাহ আলম সহ তেঁতুলঝোড়া ইউনিয়নের এলাকাবাসী , রাজনৈতিক কর্মী সহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাভার থানার কর্মরত অসংখ্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।