05/05/2025 শাহরুখের নতুন ছবিতে নতুন চমক
অনলাইন ডেস্ক
১৫ মার্চ ২০২৩ ০২:৫১
‘পাঠান’ সিনেমার মাধ্যমে ৪ বছর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। সিনেমাটি এখন বলিউড সিনেমায় সবচেয়ে বড় ব্লকবাস্টার। ‘পাঠান ঝড়’ শেষ না হতেই চলতি বছরের জুনে জনপ্রিয় তামিল পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে। এবার জানা গেল, ‘জওয়ান’ নিয়ে নতুন খবর। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে।
প্রথমে চরিত্রটির জন্য দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে প্রস্তাব দেওয়া হলেও তিনি তাঁর ‘পুষ্পা ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় রাজি হননি। এরপর নির্মাতারা সঞ্জয় দত্তকে প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। শাহরুখ খানের সিনেমায় সঞ্জয় দত্ত এর আগেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন। শাহরুখ খানের ‘রা ওয়ান’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমায় তাঁকে অতিথি চরিত্রে দেখা গেছে।