05/16/2025 পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে ভারতের মহারাষ্ট্রের ২০ হাজার কৃষকের পদযাত্রা
অনলাইন ডেস্ক
১৬ মার্চ ২০২৩ ২৩:০৪
ন্যায্যমূল্যের দাবিতে গতকাল বুধবার ২০০ কিলোমিটার দূরের মুম্বাই শহর অভিমুখে পদযাত্রা শুরু করেছেন কৃষকেরা।
কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে জানা গেছে। আন্দোলনরত কৃষকদের নেতা সাবেক এমএলএ জিবা গাবিত জানান, মুখ্যমন্ত্রী একনাথ সিন্দে, ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিস এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে থাকবেন বলে জানা গেছে।
২০১৮ সালে যেসব দাবি আদায়ের জন্য ৫০ হাজারেরও বেশি কৃষক নাসিক থেকে মুম্বাই গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর আশ্বাস নিয়ে ঘরে ফিরেছিলেন, এবারের যাত্রা সেই প্রতিশ্রুতি পূরণের দাবিতেই। কৃষকদের অভিযোগ, পাঁচ বছরে মহারাষ্ট্রের সরকার তাঁদের কোনো দাবিই পূরণ করেনি।
নাসিকের কৃষকেরা জানান, পাইকারি বাজারে ১০০ কেজি পেঁয়াজ ২০০ থেকে ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে। কৃষকদের দাবি, প্রতি ১০০ কেজি পেঁয়াজের পাইকারি দাম যেন ১২০০ রুপির বেশি থাকে।