05/16/2025 ভারতে স্থায়ী রাষ্ট্রদূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৩ ২৩:৪৯
ভারতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির প্রথম সারির নেতা এরিক গারসেটির মনোনয়নে সায় দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। বুধবার ৫২-৪২ ভোটে অনুমোদিত হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের প্রস্তাব।
যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রজন্মের অভিবাসী এই নেতা ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে ‘বাইডেনের ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। তবে তার সঙ্গে বিরোধী রিপাবলিকান পার্টিরও সখ্যতা রয়েছে। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির দুই রিপাবলিকান সদস্যও ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে লস অ্যাঞ্জেলেসের সাবেক মেয়র এরিকের নাম সমর্থন করেছেন।
এদিকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত হওয়ায় জন্য এরিক গারসেটিকে অভিনন্দর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে এরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।
ভারতে রাষ্ট্রদূত নির্বাচিত হওয়ার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন এরিক। এক টুইট বার্তায় এ ব্যাপারে বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রদূত হিসেবে নিজের কর্তব্য যথাযথ পালনের আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে দুই দেশের সম্পর্কের উন্নতির দিকটি নজরে রাখবেন বলেও জানিয়েছেন বাইডেন ঘনিষ্ট রাষ্ট্রদূত।
উল্লেখ্য, কেনেথ জাস্টার ছিলেন ভারতে নিযুক্ত শেষ মার্কিন রাষ্ট্রদূত। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সরকার পরবির্তনের পর রাষ্ট্রদূতের পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এই সময়