05/05/2025 নতুন রোগে আক্রান্ত অমিতাভ বচ্চন
অনলাইন ডেস্ক
২১ মার্চ ২০২৩ ০৩:০২
চলতি মাসের শুরুর দিকেই হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট কে’-র শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভাঙেন অমিতাভ। চোট সারতে বেশ সময় লাগবে বলে আগেই জানিয়েছিলেন অভিনেতা।
তবে এবার নতুন রোগে আক্রান্ত হয়েছেন বলিউড এই অভিনেতা। তার পায়ের পাতার নিচে ক্যালাসের ভেতর ফোসকা পড়েছে।
অমিতাভ বচ্চন তার সাম্প্রতিক ব্লগে জানিয়েছেন, পাঁজরের চোট খুব বেশিই ভোগাচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। তার ওপর নতুন সমস্যা দেখা দিয়েছে শরীরে, এর জন্যও অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তার কথায়, পায়ের পাতার ক্যালাসের নিচে ফোসকা পড়েছে।