05/11/2025 সিরাজদিখানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আহসানুল ইসলাম আমিন
২২ মার্চ ২০২৩ ২১:৩৪
আরিফ হোসেন হারিছ:
প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০২২-২৩ মৌসুমে উফশী আউশ ধান,পার্ট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণের মাঝে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৫ শত কৃষক প্রতিজনকে উফশী আউশ ধান বীজ ৫ কেজী ডিএপি ১০ কেজী এমওপি ১০ কেজী,ও এক কেজী করে পাট বীজ ৩শত কৃষকের মাঝে বিতরন করা হয়।
আজ বুধবার (২২মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল আলম তানভীর এর সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তা রাখেন উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ শুভ্র।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক প্রমুখ।