05/05/2025 নিজের অজানা তথ্য জানালেন আলিয়া
অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৩ ২২:০৩
১৫ মার্চ ত্রিশে পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিজের সম্পর্কে অজানা অনেক তথ্য জানিয়েছেন এ অভিনেত্রী।
আলিয়া জানান, তার একটি বদভ্যাস হলো— কোনো শট শেষেই নাকে হাত দেওয়া। শট শেষ করে আলিয়া আরেকটি কাজ করেন, সেটা হলো— কোনো সিরিজের একটি পর্ব দেখা।
মন খারাপ বা কোনো কারণে বিরক্ত হলে আলিয়া জনপ্রিয় সিরিজ ‘ফ্রেন্ডস’-এর একটা পর্ব দেখেন। আলিয়ার আরেকটি স্বভাব, নিজের বোনকে উদ্ভট সব প্রশ্ন করা ।
আলিয়া ভিডিও থেকে আরও জানা গেছে, বরাবরই তিনি সকাল সকাল ঘুম থেকে উঠতে পছন্দ করেন। ছোটবেলায় হাতে মেহেদি লাগাতে খুব পছন্দ করতেন আলিয়া।
অনলাইনে কেনাকাটায় বেশ স্বচ্ছন্দ তিনি । অন্ধকারে ভয় পান আলিয়া, চেষ্টা করেন সব সময় আলোতে থাকতে