05/11/2025 তানোরে ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা
আহসানুল ইসলাম আমিন
১৩ এপ্রিল ২০২৩ ০৬:২০
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল(১২এপ্রিল) বুধবার বিকেলে কামারগাঁ ইউনিয়নের পরিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,উপজেলা কৃষক লীগের সভাপতি রামকমল সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান,কামারগাঁ ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রামানিক,কামারগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক নির্মল কুমার সরকার,আওয়ামী লীগ নেতা মুনসেফ আলী, প্রভাত মৃধা,মেম্বার লুৎফর রহমান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট প্রমূখ উপস্থিত ছিলেন।