05/10/2025 রাজধানীর ৯ মার্কেট অগ্নিকাণ্ডের সম্ভাব্যতায় ‘অতিঝুঁকিপূর্ণ’
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৩ ০৪:০৮
রাজধানীর ৩৫টি শপিংমল পরিদর্শন শেষে ৯টিকে অগ্নিকাণ্ডের সম্ভাব্যতায় ‘অতিঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতিঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর মধ্যে গুলিস্তানের পাতাল মার্কেট অন্যতম। এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এক বছর আগে এ মার্কেট পরিদর্শন করে ঝুঁকি কমাতে বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছিল। কিন্তু মার্কেটের দোকান মালিক সমিতি একটি সুপারিশও বাস্তবায়ন করেনি।
বৃহস্পতিবার দুপুরে গুলিস্তান পাতাল মার্কেট পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (অপারেশনস) বজলুর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট সূত্রমতে, ২০২২ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারা দেশে সরকারি ও বেসরকারি ৫ হাজার ৮৬৯ ভবন পরিদর্শন করে। এর মধ্যে সরকারি ১৩৩৭টি ও বেসরকারি ৪৫৩২টি ভবন রয়েছে।
এসবের মধ্যে অগ্নিনিরাপত্তায় সন্তোষজনক সার্টিফিকেট দেওয়া হয় ৩ হাজার ৯৭টি ভবনকে। আর অগ্নিনিরাপত্তায় ‘ঝুকিপূর্ণ’ ঘোষণা করা হয় এক হাজার ৬০৬টি ভবন। এ ছাড়া ৬১৭ ভবনকে অগ্নিনিরাপত্তায় ‘অতিঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়।