05/11/2025 সিরাজদিখানে পুরাতন মোস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ৷
odhikar patra
১৫ এপ্রিল ২০২৩ ২২:০৮
কৌশিক মন্ডল আকাশ:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অসহায় হতদরিদ্রদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১ টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পুরাতন মস্তফাগঞ্জ গ্রামে পুরাতন মস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয় থেকে অর্ধশতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়৷
পুরাতন মুস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. ইয়াছিন চোকদার এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন শেখ লিমনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃপলাশ হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুরাগ মাহমুদ, মোঃ আজিম,পুরাতন মুস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার সদস্য মো. লিমন মো. ইমন শেখ, মো.ফাহিম হোসেন, মো.সিয়াম শেখ, মো.সাজিদ শেখ, মো.মিজান,মো.রাহাত,মো.শিবলী,ফাহিম,মো.মুন,মুছা,মিদুল,আরাফাতনাফিজ,মুবিন শিবলী,ফাহিম,মো.মুন,মুছা,মিদুল,আরাফাতনাফিজ,মুবিন প্রমুখ