05/10/2025 উত্তরায় বিজিবি মার্কেটে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৩ ১৭:১৬
রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
সোমবার ১০টা ২৫ মিনিটে এ ঘটনার সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে । এ তথ্য নিশ্চিত করছেন ফায়ার কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম ।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে আরো ৩টি ইউনিট যাত্রা করেছে বলে জানান। আগুন লাগার কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।