05/10/2025 শ্রীনগরের বাঘড়ায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
আহসানুল ইসলাম আমিন
২০ এপ্রিল ২০২৩ ০৩:৫০
এমএ কাইয়ুম মাইজভান্ডারী :
মুন্সিগঞ্জের শ্রীনগরে সুখের ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ পরিবারের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৯এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়ন আঃলীগ ও সহযোগী সংগঠনের প্রস্তাবিত কার্যালয়ের সামনে ইউনিয়নের প্রায় ৩শত দুস্থ পরিবারের মাঝে এই ঈদ উপর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, সুখেন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী স্বপন মোদক, বাঘড়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, যুবলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম মাস্টার, যুবলীগ নেতা জামির হোসেন বাদল, আঃ হক, জাহাঙ্গীর, হাবিব শেখ প্রমুখ।