05/10/2025 এপ্রিলে ২৫০৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫১
অনলাইন ডেস্ক
১ মে ২০২৩ ০২:২৫
এপ্রিলে দুই হাজার ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৪৫১ জন মারা গেছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দুই হাজার ৫২৭ জন। রবিবার (৩০ এপ্রিল) সেভ দ্য রোডের প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলের দুর্ঘটনা বিবেচনা করলে গত মার্চ মাসের চেয়ে ৫৫.৫৩ শতাংশ দুর্ঘটনা কম ছিল। আহত এবং নিহত ঘটনাও ছিল অর্ধেকের চেয়ে কম। এপ্রিলে ৪৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪৩৫ জন।
প্রতিবেদনে আরো বলা হয়, ৬৪৫টি ট্রাক দুর্ঘটনায় আহত ৩৬৮ এবং নিহত হয়েছেন ৪৩ জন, ৮০৮টি বাস দুর্ঘটনায় আহত ৯৪৩ এবং নিহত হয়েছেন ২৮২ জন হয়েছেন। তিন চাকার বিভিন্ন ধরণের বাহনে ৬২২টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৮১ এবং নিহত হয়েছেন ৮৯ জন।