05/10/2025 হাইকোর্টে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম
অনলাইন ডেস্ক
৭ মে ২০২৩ ২০:৪০
গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলম।
আজ রবিবার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়েছে বলে জানান সাবেক এ মেয়র। তিনি বলেন, “রিটটি ফাইল করা হয়েছে।”
এর আগে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল-ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট দায়েরের অনুমতি নেওয়া হয়। এই বেঞ্চেই ক্রম অনুযায়ী রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলমের আইনজীবী নকিব সাইফুল ইসলাম।