05/10/2025 টঙ্গীর কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
৭ মে ২০২৩ ২৩:৩৯
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড-এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হাসান।
ইকবাল হাসান আরো বলেন, কারখানার ভেতরে একটি গুদামে তুলা ও কারখানার উৎপাদিত সুতা মজুদ করা ছিল। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।