05/10/2025 রিফাত হত্যা মামলায় মিন্নির জাবিন আবেদন
অনলাইন ডেস্ক
৮ মে ২০২৩ ১৯:০৪
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আবারো হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি।
সোমবার তার আইনজীবী মো: শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের ১১ জানুয়ারি মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন হাইকোর্ট। এর আগে গত বছরের ১৬ অক্টোবর মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
মিন্নি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। নিজের আইনজীবী জেড আই খান পান্না ও এএম জামিউল হক ফয়সালের মাধ্যমে জামিন আবেদনটি জমা দিয়ে মিন্নি জানিয়েছিলেন, তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। বরং তার স্বামী রিফাতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।