05/05/2025 পরপারে ব্রাজিলের কিংবদন্তি সংগীতশিল্পী রিটা লি
অনলাইন ডেস্ক
১০ মে ২০২৩ ২২:১৪
ব্রাজিলের কিংবদন্তি সংগীতশিল্পী রিটা লি মারা গেছেন। গতকাল সোমবার রাতে সাও পাওলোর নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রিটা লি ছিলেন একাধারে কণ্ঠশিল্পী, সুরকার এবং ট্রেলব্লাজিং ব্যান্ড ওস মিউট্যান্টেসের প্রতিষ্ঠাতা। তুমুল জনপ্রিয় এই রকস্টার ছিলেন নারীবাদী আইকন। ছয় দশকের ক্যারিয়ারে তার সাড়ে পাঁচ কোটিরও বেশি ক্যাসেট ও সিডি বিক্রি হয়েছে।