05/05/2025 নতুন গান ‘ও কালাচান’ নিয়ে আসছেন পপি
অনলাইন ডেস্ক
১০ মে ২০২৩ ২২:৪৬
ও কালাচান’ শিরোনাম নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রাকা পপি। রামানন্দ সরকারের লেখায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ভারতের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন।
গানের কথার সাথে মিল রেখে গানটির দৃষ্টি নন্দন ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে আলভি মামুন ও তৃষ্ণা কে। আছে রাকা পপির উপস্থিতিও।
নিজের নতুন এই গান নিয়ে উচ্ছ্বসিত রাকা পপি জানালেন, ‘দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন খুবই চমৎকার ভাবে গানটির সুর ও সংগীত করেছেন। গানটির কথা, সুর, সঙ্গীত এবং সেই সাথে ভিডিও সবমিলে এত নান্দনিত একটা কাজ হয়েছে যে, আমি মনে করি বর্তমান সময়ের শ্রোতা- দর্শকদের ভীষণ ভালো লাগবে গানটি। আর তাদের ভালো লাগলেই আমি এবং আমার টিমের সবার পরিশ্রম সার্থক।