05/10/2025 নেত্রকোনার মোহনগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত
মোহনগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০২৩ ০৪:৩০
নেত্রকোনার মোহনগঞ্জে 'স্মার্ট ভূমি সেবায় স্মার্ট ভূমি মন্ত্রণালয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।সোমবার উপজেলার ভূমি অফিস কার্যালয়ের মাঠে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উক্ত ভূমি সেবা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহম্মেদ আকুঞ্জি। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো. জাহঙ্গির আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান,বাবু দিলীপ কুমার দত্ত,ওমি মো. রফিকুল ইসলাম,জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান রতন, সদস্য সোহেল রানা, ইউপি চেয়ারম্যান আমিনূল ইসলাম খান সোহেল, প্রেসক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ, শিক্ষক আবুল কাসেম, সঞ্চালনায় যুব উন্নয়ন কর্মকর্তা নূরুজ্জামান প্রমূখ।