05/05/2025 আবৃত্তিকার মনিমউদদৌলা চৌধুরীর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের শোক প্রকাশ
আহসানুল ইসলাম আমিন
২৫ মে ২০২৩ ০৫:৫১
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ ও আবৃত্তিকার জনাব মনিমউদদৌলা চৌধুরী গতকাল সকাল সাড়ে নয়টায় না ফেরার দেশে চলে গেছেন। (ইন্নালিল্লাহে … রাজেউন।)
বীর মুক্তিযোদ্ধা মনিমউদদৌলা'র মৃত্যুতে শোক প্রকাশ করেছে চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু পরিষদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহা. শামসুজ্জামান বাবু এক শোক বার্তায় জানান, তিনি দেশ ও মানুষের পক্ষে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। একজন দেশদরদী ও সুবক্তা হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন। তাঁর আকষ্মিক মৃত্যুতে আমরা কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ থেকে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আমরা মহান আল্লাহতায়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতবাসী করার জন্য প্রার্থনা করছি।