05/11/2025 সাফজয়ী স্ট্রাইকার স্বপ্নার অবসর ঘোষণা
স্পোর্ট ডেস্ক
২৭ মে ২০২৩ ০৪:৫২
বাংলাদেশ জাতীয় নারী ফুটবলে হঠাৎই তোলপাড়। দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী দলের অন্যতম স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না।
অবসরের ঘোষণা দিয়ে ফেসবুকে এক পোস্টে স্বপ্না লিখেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার প্রতি।
খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’