05/11/2025 অবসর ভেঙে টেস্ট দলে মঈন আলী
স্পোর্ট ডেস্ক
৭ জুন ২০২৩ ২২:৫৯
আগামী ১৬ জুন শুরু হবে অ্যাশেজ সিরিজ। দুই দেশের মর্যাদার লড়াইয়ে দেখা যাবে মঈন আলীকে। দুই বছর আগে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মঈন, অবসর ভেঙে ফিরলেন এই ইংলিশ অলরাউন্ডার।
পাঁচ ম্যাচের অ্যাশেজের প্রথম দুইটির জন্য ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মঈনকে।
প্রথম দুই ম্যাচের জন্য ইংল্যান্ডের স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোনাথান বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ, ম্যাথিউ পট, ওলি রবিনসন, জো রুট, জশ টং, ক্রিস ওকস এবং মার্ক উড।