05/10/2025 বগুড়া নন্দীগ্রাম পৌরবাসীদের মাঝে টিসিবি পন্য বিতরন।
আহসানুল ইসলাম আমিন
২১ জুন ২০২৩ ০৪:১৯
খায়রুল ইসলাম বগুড়া প্রতিনিধি:
বগুড়া নন্দীগ্রাম পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) ২য় দিনের মতো সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত নন্দীগ্রাম পৌরসভার পৌরভবনে ৩ টি ডিলারের মাধ্যমে, পৌরসভার ৯ টি ওয়ার্ডে দুই দিনে-৩২৫৫ কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরন করা হয়।
প্রত্যেক কার্ডধারীদের মাঝে -৩৪০ টাকায় মূল্যে-সয়াবিন তৈল-২ লিটার,মসুর ডাল-২ কেজি করে বিতরন করা হয়।
পন্যবিতরন কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
তিনি এক বার্তায় সাংবাদিকদের বলেন--বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভুর্তুগি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব এবং মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।’
এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ, প্যনেল মেয়র মেয়র সাইফুল ইসলাম, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যনেল মেয়র শাহিরুল ইসলাম,কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন,আক্তারুজ্জামান উজ্জ্বল, আবু সাঈদ মিলন, জুলফিকার আলী, রফিকুল ইসলাম অপু,খোরশেদ আলম, আকরাম হোসেন, নুরনাহার মিষ্টি, ববিতা বেগম,সেলিনা বেগম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।