05/10/2025 লর্ডস টেস্ট জিততে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে
স্পোর্ট ডেস্ক
২ জুলাই ২০২৩ ১৪:৫০
এমনিতেই ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশল নিয়ে চারদিক থেকে সমালোচনা ভেসে আসছে, তার মাঝেই লর্ডস টেস্টে বিশাল টার্গেটের সামনে পড়ল বেন স্টোকসের দল। লর্ডস টেস্টের আজ চতুর্থ দিন চলছে। জয়ের জন্য চার সেশনের কিছু বেশি সময় পাবে ইংল্যান্ড। এই সময়ের মধ্যে ক্ষতবিক্ষত পিচে ইংলিশদের করতে হবে ৩৭১ রান।
যেখানে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ রান তাড়া করে টেস্ট জয়ের ঘটনাটি ঘটেছিল সেই ১৯৮৪ সালে। ইংল্যান্ডের বিপক্ষে ৩৪৪ রান তাড়া করে ৯ উইকেটে জিতেছিল তখনকার পরাক্রমশালী উইন্ডিজ।
এবার যদি ইংল্যান্ড জিতে, তাহলে লর্ডসে রান তাড়া করে জয়ের ইতিহাস নতুন করে লিখতে হবে। এই মাঠে ইংল্যান্ড সর্বোচ্চ ২৮২ রান তাড়া করে জিতেছিল।