05/10/2025 মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
৬ জুলাই ২০২৩ ০০:৫৬
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মুন্ডুমালা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,তরুণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল আলম, সদস্য সচিব রামিল হাসান সুইট প্রমূখ উপস্থিত ছিলেন।