05/10/2025 তামিমের সিদ্ধান্ত বদলানোর আহ্বান পাপনের
স্পোর্ট ডেস্ক
৭ জুলাই ২০২৩ ১৪:৪৪
হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে তার সেই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তামিমের অবসরের ঘোষণার পর সারাদিন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো কথা বলেননি বিসিবির কোনো কর্তা। তবে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর জরুরি সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি।
এসময় তিনি বলেন বলেন, আজকে বসার (বৈঠক) পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। তার সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কয়েকবার কথা বলেছি তার ভবিষ্যৎ নিয়ে।