05/10/2025 ব্রায়ান লারার পরামর্শ নিচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা
স্পোর্ট ডেস্ক
৮ জুলাই ২০২৩ ১৭:৩১
একসময়ের প্রবল পরাক্রমশালী দল ওয়েস্ট ইন্ডিজের অবস্থা এখন শোচনীয়। ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরের শিরোপাজয়ী উইন্ডিজ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারবে না! সদ্যই তারা বাছাইপর্ব থেকে ছিটকে গেছে। এখন আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে টেস্ট সিরিজ। এই সিরিজের আগে উইন্ডিজ দলের পারফরম্যান্স মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা।
ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রাফেট বলেছেন, ভারতের বিপক্ষে খেলতে নামার আগে লারার পরামর্শ তাদের কাছে অমূল্য হয়ে উঠবে। তার ভাষায়, ‘তাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। তার সঙ্গে কথাবার্তায় আমরা অনেক কিছু শিখছি। উনি সঠিক পরিকল্পনা তৈরিতে খুবই পারদর্শী।ব্যাটাররা কীভাবে রান পাবেন সেই বিষয়ে উনি মূল্যবান পরামর্শ দিয়েছেন।
আগামী বুধবার ডমিনিকায় শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোহিত শর্মাদের টেস্ট সিরিজ।এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র।