05/10/2025 টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ,একাদশে তিন পরিবর্তন
স্পোর্ট ডেস্ক
১১ জুলাই ২০২৩ ২১:১৩
৯ বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতোমধ্যেই টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান।
বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। একাদশে এসেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং স্পিনার তাইজুল ইসলাম। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। মুস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।