05/10/2025 ভোট কম হলেও অনিয়ম নেই: ইসি
অনলাইন ডেস্ক
১৭ জুলাই ২০২৩ ২১:০২
নির্বাচন কমিশন রাশেদা সুলতানা বলেছেন, কোনো অনিয়ম, অভিযোগ ছাড়াই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন হচ্ছে। সুষ্ঠু পরিবেশে হলেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ নির্বাচন কমিশনার বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে যান ভোট শুরুর সময়ে সকাল আট টার কাছাকাছি সময়ে। সিসি ক্যামেরায়ও ভোটের কোনো অনিয়ম দেখিনি। কোনো অভিযোগও কেউ দেয়নি। ভোটের পরিস্থিতি দেখে দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, “ভোটের পরিবেশ ভালো। এজেন্টের সঙ্গে কথা বলেছি। ভোটারদের বাধা দেওয়া, প্রতিবন্ধকতা ছিল না।
ভোটার উপস্থিতিটা আমরা একটু দেখতে পাচ্ছি কম। কারণ, হিসেবে আমরা ব্যক্তিগত ধারণা- এটা স্বল্প সময়ের মেয়াদ আছে এ সংসদের, এজন্য ভোটারদের আগ্রহ কম হতে পারে।